উড্ডয়নের সময় খুলে পড়ে বিমানের দরজা, ফ্লাইট বাতিল

 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাসকট যাওয়ার পথে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এর  দরজা খুলে পড়ে যাওয়ায় ফ্লাইটটি বাতিল করেছে কর্তৃপক্ষ।
biman-1
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটটি করে প্রায় দু শতাধিক যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাসকটের উদ্দ্যেশে উড্ডয়ন হয়েছিল।

 

মো. আহসান নামে ওই বিমানের এক যাত্রী জানান, বিমানটি উড্ডয়নের আগেই দরজা খুলে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে কর্তৃপক্ষ বিমানটির যাত্রা বাতিল করলে ফ্লাইটে থাকা সকল যাত্রীরা নিরাপদে নিচে নেমে আসেন।

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার (ইমিগ্রেশন) পলাশ কান্তি নাথ বলেন, যাত্রীরা বিমানের ওঠার পর রানওয়েতে যাওয়ার জন্য বিমানটি কিছুটা পেছনে সরে আসে। কিন্তু তখনও বোডিং ব্রিজ সরে না আসায় বিমানের দরজা খুলে পড়ে যায়। পরে ফ্লাইটটি বাতিল করা হয়। যান্ত্রিক ত্রুটি মেরামত করে দুপুরে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে করে মাসকাটগামী যাত্রীরা যাত্রা করেন বলে জানায় তিনি।

 

রিপোর্ট : রাজীব

 

এ এস / জি এম এম / আর এস পি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!