আনোয়ারায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল একজনের

চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতির আক্রমণে আকতার হোসেন চৌধুরী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) ভোর রাতে বৈরাগ ইউনিয়নের কান্তিরহাট হলিফাপাড়া এলাকায় নেওয়াজ তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আকতার ওই গ্রামের বদিউজ্জামাল চৌধুরীর ছেলে।

বৈরাগের ইউপি সদস্য মো. মুছা তালুকদার বলেন, ‌‘রাতভর বৈরাগ ইউনিয়নের কান্তিরহাট এলাকায় দুইটি হাতি আক্রমণ চালায়। হাতির ভয়ে স্থানীয়রা রাত জেগে পাহারা দেয়। হঠাৎ হাতি দুটি কয়েকজনকে ধাওয়া দিলে সামনে থাকা সবাই দৌড়ে পালিয়ে গেলে আকতার হোসেন পা পিছলে পড়ে যায়। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় তিনি। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি আরও বলেন, হাতির অবস্থান সম্পর্কে বন বিভাগ ও প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘বন্যহাতির আক্রমণে নিহতের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!