আনোয়ারায় থানার হটলাইনে ফোন করলেই মিলছে খাদ্য

করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ ছুটির ঘোষণায় নিম্ন-মধ্যবিত্তরা পড়েছে বিপাকে।

পরিবারের ভরণ-পোষণ নিয়ে তাদের দুশ্চিন্তার যেন শেষ নেই। ঠিক সেই সময়ে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আনোয়ারা থানা পুলিশ।

মানুষের নিত্যপণ্যের প্রয়োজন মেটানোর জন্য যাতে বাইরে বের হতে না হয় সেজন্য উপজেলার বিভিন্ন গ্রামে গত দুই দিনে হাত পেতে ত্রাণ নিতে লজ্জা পায় এমন ৩০টির বেশি পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে পুলিশ।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন থানার উপ সহকারি পুলিশ পরির্দশক রেজাউল করিম।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আমরা হটলাইন নম্বর দিয়েছি। এখানে ফোন করলে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় যে পণ্যগুলো দরকার তা তাদের ঘরে-ঘরে পৌঁছে দিয়ে আসছি। যাতে তাদের বাজারে বা দোকানে যেতে না হয়।

তিনি বলেন, অপ্রয়োজনে যাতে কেউ বাইরে বের না হয় সেজন্য বিকাল পাঁচটার পর উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশের সদস্যরা।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!