লকডাউনের মাঝে ভবন নির্মাণকাজ, চকরিয়ায় জরিমানা

করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় লকডাউন না মেনে ভবন নির্মাণকাজ অব্যাহত রাখায় তিনটি বাড়ি থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকাজে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন নষ্ট করা হয়।

রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃতে থানার একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ইউএনওর নির্দেশে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চকরিয়া পৌরশহরের মগবাজার ও নাথপাড়ায় লকডাউনের মাঝেও ভবর নির্মাণকাজ অব্যাহত রাখায় তিনজনের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া মাতামুহুরী নদীর কাকারা পয়েন্টে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় তিনটি মেশিন নষ্ট করা হয়। তিনি আরো বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার হার্ডলাইনে রয়েছে। তাই সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!