আগুনে পুড়িয়ে দেয়া হলো সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল

ঋণ নিয়ে কেনা পরিবারের আয়ের একমাত্র উৎস সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার সুদত্ত বড়ুয়া তপনের বাড়িতে শনিবার (৫ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত সুদত্ত বড়ুয়া তপন বলেন, ‘কে বা কারা ভোর রাতে আমার সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল আগুন দিয়ে চলে যায়। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি গাড়ি দুটি পুড়ে ছাই হয়ে গেছে।’

তিনি বলেন, ‘গত ৪ বছর আগে ঋণের মাধ্যমে সিএনজি অটোরিকশাটি কিনেছিলাম। আমার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল গাড়িটা। নিজে চালিয়ে সংসারের খরচ চালাতাম। এখন একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। অপরাধীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।’

এ বিষয়ে খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মো. মোকারম বলেন, ‘২ নম্বর ওয়ার্ডের সুদত্ত বড়ুয়া তপনের একটি সিএনজি অটোরিকশায় ও একটি মোটরসাইকেলে ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে চলে যায়। গাড়ি দুটি পুড়ে গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখে আসছি। কারা এমন ঘটনা ঘটিয়েছে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুর্বৃত্তরা একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। কে বা কারা আগুন দিয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এএন/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!