আগুনে পুড়ল তিনটি সেমিপাকা দোকান

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী সদরে আগুনে ৩টি সেমিপাকা দোকান পুড়ে গেছে।

বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২টি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার লিটন বৈষ্ণব জানান, বুধবার রাত সাড়ে বারোটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে জলদী সদরের বাসিন্দা রাজীব তালুকদারের ৩টি দোকান পুড়ে যায়। দোকানগুলোর মধ্যে ইলেকট্রনিকস, ফটেকপি ও মুদি দোকান রয়েছে।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে বলে জানান বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার লিটন বৈষ্ণব।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!