আইসিইউতে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. আজিজ

অক্সিজেন দিতে হচ্ছে ৬০-৭০ লিটার গতিতে

চট্টগ্রাম জেলার প্রাক্তন সিভিল সার্জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী করোনায় আক্রান্ত হয়ে এখন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৭ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এই তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জনের দায়িত্ব ছাড়ার পর থেকে ডা. আজিজুর রহমান ‘ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

বর্তমানে ডা. আজিজুর রহমান সিদ্দিকীকে হাইফ্লো ন্যাজাল ক্যানোলার সাহায্যে ৬০-৭০ লিটার গতিতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বলেও জানান চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

ব্যক্তিগত জীবনে চিরকুমার আজিজুর রহমান সিদ্দিকী তার সাদাসিধা জীবনযাপনের জন্য চট্টগ্রামে বেশ সমাদৃত ছিলেন।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!