আইপিএলের বাংলা ধারাভাষ্যে হাবিবুল বাশার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্য দিতে যাচ্ছেন বাংলাদেশ সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এর আগে ধারাভাষ্য দেয়ার অভিজ্ঞতা না থাকলেও দীর্ঘদিন ক্রিকেট খেলায় থাকায় প্রথমবারের মতো ধারাভাষ্য দেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। জানা গেছে, ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার হয়ে বাংলায় ধারাভাষ্য দেবেন বাশার। এ লক্ষ্যে আজ শুক্রবার ঢাকা ত্যাগ করবেন তিনি। সাত দিনের জন্য ভারতে থাকার কথা তার।

এ ব্যাপারে টাইগারদের অন্যতম সফল অধিনায়ক বলেন, আমি মনে করি, খুব একটা সমস্যা হবে না। আমার ক্রিকেট খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি তো ক্রিকেট নিয়েই কথা বলব, তাই না? প্রশ্ন রাখেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলেছেন হাবিবুল বাশার। টেস্টে ৩ হাজার ২৬ ও ওয়ানডেতে ২ হাজার ১৬৮ রান করেছেন তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!