স্বর্ণ পাচার মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বার জব্দের মামলায় শাহনেওয়াজ মোরশেদ নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত একইসঙ্গে আসামিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর উত্তম কুমার দত্ত জানান, ২০১৩ সালের ২৩ জুলাই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রী শাহনেওয়াজের কাছ থেকে ১৪৬ সোনার বার উদ্ধার করে কাস্টম কর্তৃপক্ষ। এই ঘটনায় নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার তদন্ত শেষে ওই বছরের ১০ নভেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন আসামি শাহনেওয়াজ। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন আদালত।

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!