সাতকানিয়ায় ফুলকলিসহ ৪ প্রতিষ্ঠানের জরিমানা

ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অপরাধে সাতকানিয়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ফুলকলিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্যপণ্য তৈরির দায়ে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল বাজারের লক্ষ্মী মিষ্টি ভাণ্ডারকে ২০ হাজার টাকা, পিংকী মিস্টি ভাণ্ডারকে ২০ হাজার টাকা ও ভেজাল পণ্য বিক্রির দায়ে বাজালিয়া ইউনিয়নের বোমাংহাট বাজারের ফারুখ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনা (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা বলেন, ‘ভেজাল, অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজালবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!