অবৈধ অনুপ্রবেশ/ নৌবাহিনী আটকালো ২৪ শ্রীলংকান জেলেকে

দেশের সীমানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৪ জন শ্রীলংকান নাগরিককে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। এসময় চারটি ফিশিং বোট, ইঞ্জিন ও মালামাল জব্দ করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে গ্রেপ্তারের পর তাদের থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

তারা হলেন- টি মানজুলা কুমার (৩৬), লর্ড জান্দিমার (২৮), টি নিরোশন (২৬), ডি মানচ (৩০), ডিনেশ লাসাংতে (২৮), প্রদীপ (৩১), লীসান্ত (২৯), কে জানাত (৪৭), জিহান (২২), টি পেসান্না (২৪), পি আনতুনি (২৩), নিমেষ (২২), ডিনেশ ডামিরা (৩৬), ডি সিলভা সামন্তাজায়া (৩৩), সামন কুমার (৩১), গায়ান (৩৮), আরপি ডিপপি (৩৬), নিশান (৩১), নিদুশান (৩২), ওয়াচিরে (৩৪), জুসান্ত কুমার (৩৪), উদয় কুমার (৪০), দানুকা প্রভা (৪০) ও দিপাল কুমার (৪১)।

এরা সবাই বাংলাদেশের জলসীমানায় মাছ ধরতে এসেছিলেন। বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শনিবার গভীর রাতে ২৪ জন শ্রীলংকার নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হওয়ার পর তাদের হস্তান্তর করেছে নৌবাহিনী। এরা সবাই জেলে সম্প্রদায়। দেশের জলসীমানায় মাছ শিকার করতে এসেছিল। আটককৃত সবার বিরুদ্ধে মামলা দায়েরে হওয়ার পর দুপুরে সবাইকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

মুআ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!