অপ্রতিদ্বন্দ্বী করোনা, নিজেই ভাঙছে নিজের রেকর্ড

আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১১ হাজার

দেশে করোনায় আক্রান্তের হার পাল্লা দিয়ে বাড়ার পাশাপাশি প্রতিদিই রেকর্ড রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৭৯০ জনের শরীরে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত।

এ নিয়ে মোট শনাক্ত হলেন ১১ হাজার ৭১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরো তিনজন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে।

বুধবার (৬ মে) দুপুর আড়াইটায় করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬ হাজার ৭৭১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৪১টি। ৭৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭১৯ জন।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। নতুন মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা। তিনজনের মধ্যে দুজন ঢাকার ও একজন ঢাকার বাইরে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬।

অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩২৭ জন।

এফএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!