৯২তম অস্কার আসরে বাংলাদেশের ছবি আলফা

৯২তম অস্কার আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ছবি আলফা। ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে ছবির নাম ঘোষণা করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। অনুষ্ঠানে অস্কার কমিটি বাংলাদেশের চেয়ারম্যান কমিটির প্রধান হাবিবুর রহমান হাবিব এ ঘোষণা দেন।

জমা পরা ৩টি ছবির মধ্যে থেকে আলফা ছবিটি নির্বাচন করেন নয় সদস্য বিশিষ্ট কমিটি। অন্য ছবিগুলো হলো মাসুম আজিজ পরিচালিত ‘সনাতনের গল্প’ এবং তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’।

ছবির নাম ঘোষণার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্কার কমিটি বাংলাদেশ-এর সদস্য অধ্যাপক আব্দুস সেলিম, মুশফিকুর রহমান গুলজার, পঙ্কজ পালিত, খোরশেদ আলম খসরু এবং নির্বাচিত আলফা ছবির প্রযোজক চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!