হঠাৎ ভেঙে পড়েছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের অফিস ভবন

দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন

চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটের সামনের কিছু অংশ ভেঙে পড়েছে। এতে চারজন আহত হয়েছেন। এই ভবনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, নগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের অফিস রয়েছে।

শুক্রবার (১৭ জুন) বিকেলে ওই মার্কেটের ২য় তলার সামনের অংশের দেয়াল ভেঙে পড়ে ফুটপাতের উপর। এতে দুইজনের মাথায় জখম হয়। এদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পার্টি অফিস পরিদর্শন করতে আসেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন
পার্টি অফিস পরিদর্শন করতে আসেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে চারটার দিকে দারুল ফজল মার্কেটের দেয়াল ভেঙে পড়ে। সামনের অংশে থাকা টিনের শেডের উপর দেয়াল ভেঙে পড়ে। এতে চারজন আহত হয়। জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ এই ভবনে দীর্ঘদিন ধরে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম। ঝুঁকিপূর্ণ এই ভবন এভাবে রাখলে সামনে আরো দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা।

এদিকে ঘটনার পর পরই দারুল ফজল মার্কেট এলাকা পরিদর্শন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ইয়াসির আরাফাত বলেন, সামনের অংশে যদি টিনের চাল না থাকতো, তাহলে খারাপ কিছু হতে পারতো।

আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!