গোপনে নগ্ন ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কক্সবাজারের পেকুয়া থানায় এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন এক গৃহবধূ।
শুক্রবার (৩০ জুলাই) পেকুয়া থানায় হাজির হয়ে মামলাটি দায়ের করেন ওই গৃহবধূ। এতে মামলায় মো. হারুন (৪৫) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মগকাটা এলাকায়।
থানায় ওই নারী লিখিত অভিযোগে জানান, তার স্বামী প্রবাসে থাকার সুযোগ নিয়ে আসামি হারুন গত জুলাই মাসের কোনো এক সময় রাতে গোপনে বাড়ির বেড়ার ফাঁক দিয়ে তার নগ্ন ছবি ধারণ করে প্রথমে তা দেখিয়ে তাকে জিম্মি করার চেষ্টা করে। পরে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
ওই গৃহবধূ তিন সন্তানের মা। অন্যদিকে অভিযুক্ত হারুন পেশায় দিনমজুর ও ৩ সন্তানের জনক।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিভিন্নজনের ইমো একাউন্টে ওই গৃহবধূর অর্ধনগ্ন কিছু ছবি পাঠানোর প্রমাণ পাওয়া গেছে।