বন্ধ হলো চট্টগ্রাম চিড়িয়াখানার দুয়ার

নতুন করে করোনা সংক্রমণের হার বাড়ায় ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো চট্টগ্রাম চিড়িয়াখানা।

জেলা প্রশাসক মমিনুর রহমান বুধবার (৩১ মার্চ) এ নির্দেশনা দিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম চিড়িয়াখানার নির্বাহী কমিটির সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন এ তথ্য জানান।

নির্দেশনায় বলা হয়েছে, ১ এপ্রিল থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ফয়’স লেকের পাশে সবুজে ঘেরা বনবীথির বেষ্টনীতে ১৯৮৯ সালে তৈরি করা হয় চট্টগ্রাম চিড়িয়াখানা। ৬ একর জায়গার উপর বানর, সিংহ, হরিণ ও হনুমান এই চার প্রজাতির ১৬টি প্রাণী নিয়ে এ চিড়িয়াখানা যাত্রা শুরু করে।

তবে বর্তমানে এই চিড়িয়াখানায় ৭২ প্রজাতির সাড়ে তিন শতাধিক প্রাণী রয়েছে; যার মধ্যে ৩০ প্রজাতির স্তন্যপায়ী, ৩৮ প্রজাতির পাখি ও ৪ প্রজাতির সরীসৃপ।

চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm