দাম বাড়াতে বাসাকে গোডাউন বানালেন রাউজানের ব্যবসায়ী

করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে অধিক লাভের আশায় নিজের ঘরকেই গোডাউন বানিয়েছেন রাউজানের এক ব্যবসায়ী। অবশেষে ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়লেন তিনি। ওই ব্যবসায়ীর নাম উজ্জ্বল সরকার।

চট্টগ্রামের রাউজানের বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া গ্রামে নিজ বাড়ি হলেও ছিটিয়াপাড়া সামীম সিকদার বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি। সামীম উপজেলার মুন্সির ঘাট এলাকার মা স্টোর নামে একটি মুদি দোকানের মালিক।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া এলাকার সামীম সিকদার বাড়িতে অভিযান চালান রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অভিযানে ৫০ বস্তা চাল ও ২০ বস্তা চিনি মজুদ রাখার অপরাধে ব্যবসায়ী উজ্জ্বল সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, ‘এক অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রি করার জন্যে নিজের ঘরে চাল ও চিনি জমা রেখেছে। আমরা অভিযান পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছি। তাকে একদিনের মধ্যে ঘর থেকে চিনি ও চাল সরিয়ে নিতে বলা হয়েছে। ’

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!