ডবলমুরিং এলাকায় গাড়ির চাপায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর
চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) ভোর চারটার দিকে চৌমুহনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন বলেন, ‘ভোরের দিকে গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তিকে গুরুত্ব আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি।’
মুআ/এমএফও