চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের আশেপাশে ব্যক্তি মালিকানাধীন কটেজের (মেস) বকেয়া ভাড়া একসঙ্গে পরিশোধ করা হলে মিলবে ২০ শতাংশ ছাড়। এমন সিদ্ধান্ত নিয়েছে চবি ক্যাম্পাসভিত্তিক কটেজ মালিক সমিতি।
কটেজ মালিক সমিতির অধীনে প্রায় ৭০টি কটেজ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায়। গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পর শিক্ষার্থীরা কটেজ ছেড়ে গেলেও কটেজ মালিকরা নিয়মিত পুরো মাসের ভাড়া পরিশোধ করতে চাপ দিতে থাকে। এ সময় শিক্ষার্থীরা কটেজ ভাড়া অন্তত অর্ধেক মওকুফের দাবি জানিয়ে আসছিলো।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কটেজ মালিক সমিতির সভাপতি মো. শাহ আলম।
তিনি বলেন, চবি ক্যাম্পাস কটেজ মালিক সমিতির সাধারণ সভায় কটেজের বকেয়া ভাড়া ২০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত হয়েছে। গত এপ্রিল মাস থেকে এই ছাড় কার্যকর হবে।
শাহ আলম আরও বলেন, করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই ছাড় থাকবে। কটেজ মালিক সমিতি সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে।
এমআইটি/সিপি