খাগড়াছড়িতে ৩ বর্তমানের পাশাপাশি ২ মেম্বারেই ভরসা আওয়ামী লীগের

৫ ইউপির চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

0

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচন। রোববার রাতে খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

৫ ডিসেম্বর বিকেলে গণভবনে মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় তাদের নাম চুড়ান্ত হয়। সোমবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম প্রকাশ করে দলটি।

১নং খাগড়াছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জ্ঞান দত্ত ত্রিপুরা (বর্তমান মেম্বার), ২নং কমলছড়ি ইউনিয়নে সাউপ্রু মারমা (বর্তমান চেয়ারম্যান), ৩নং গোলাবাড়ি ইউনিয়নে উল্লাস ত্রিপুরা (বর্তমান মেম্বার), ৪নং পেরাছড়া ইউনিয়নে তপন বিকাশ ত্রিপুরা (বর্তমান চেয়ারম্যান) ও ৫নং ভাইবোনছড়া ইউয়িনে পরিমল ত্রিপুরা (বর্তমান চেয়ারম্যান)।

s alam president – mobile

১নং খাগড়াছড়ি ইউনিয়ন থেকে মনোনয়ন পাওয়া জ্ঞান দত্ত ত্রিপুরা ও ৩নং গোলাবাড়ি ইউনিয়ন থেকে মনোনয়ন পাওয়া উল্লাস ত্রিপুরা বর্তমান স্ব-স্ব ইউনিয়নের মেম্বার। এবার তাদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

মনোনয়ন পেয়ে উল্লাস ত্রিপুরা বলেন, দুইবার মেম্বার ছিলাম। এবার চেয়ারম্যানের মনোনয়ন দিয়েছে দল। আগের চেয়ে এখন অনেক বড় দায়িত্ব।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।

Yakub Group

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm