ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত, ৭ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল শুরু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদলে নোয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলের ইঞ্জিন সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে রেল কতৃপক্ষ। তবে বর্তমানে স্বাভাবিক রয়েছে ওই রুটগুলোর রেল চলাচল।

রেলওয়ে সূত্র জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে শশীদলের রসূলপুর এলাকায় রেলওয়ে স্টেশনে প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগ সংস্কার করে প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

রেলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব)
মো. নাজমুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন- দুর্ঘটনার পর প্রায় ৭ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে সকাল পৌনে ৯ টার থেকে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

এএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!