৯৯৯-এ কল করে বাঁচলো লিফটে আটকে পড়া মা-শিশু

৯৯৯- এ কল পেয়ে লিফটে আটকে পড়া মা ও তার আট মাস বয়সী শিশু সন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ফোটন রেসকিউ টিম। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০মিনিটের দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া মায়ের নাম শারমিন (২৬) ও তার শিশু সন্তানের নাম নূর (৮ মাস)। শারমিন ওই এলাকার মোহাম্মদ দিদার সহধর্মিনী।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কট্রোল রুমের এক কর্মী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার নূর ইউসুফ নামের ১০ তলা ভবনে নিচতলায় লিফটে আটকে যায় মা ও শিশু। উঠামাত্র মাত্র লিফট বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ৯৯৯- এ কল পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ইনচার্জ রেজাউল কবিরের নেতৃত্বে ফোটন রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে মা ও তার শিশু সন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। স্প্রেডার মেশিন দিয়ে লিফটের দরজা ভেঙ্গে মা ও শিশুকে বের করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।’

এমএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!