৬ মণ পচা মাছ, কাপড়ের ক্ষতিকর রং মেশানোর সময়ই হাজির ইউএনও

বাজারে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং মেশাচ্ছিল বিক্রেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পেয়ে সেখানে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। হাতেনাতে ধরা হয় সেই মাছ বিক্রেতাকে। এরপর ধ্বংস করা হয় ছয় মণ রং মেশানো মাছ।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইসলামিয়া হাটে অভিযান পরিচালনা করেন ইউএনও রুহুল আমিন।

এ বিষয়ে রুহুল আমিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বাজারে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং মিশিয়ে মাছকে আকর্ষণীয় করে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আমাকে অভিযোগ জানায়। এরপর ইসলামীয়া হাট বাজারে মাছে রং মেশানোর সময় ব্যবসায়ীদের হাতনাতে ধরি আকরা। পরে রং মেশানো প্রায় ৬ মণ মাছ ধ্বংস করা হয়।’

সিএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!