২৯৩ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে ধরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাড়বকুণ্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বারৈয়ারহাট পৌরসভা এলাকার মুজিবুল হকের ছেলে মো. শহিদুল আলম মুন্না (২৬), মীরসরাইয়ের মধ্য মগাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. খোরশেদ আলম (২৬) ও মধ্য মগাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবু জাফরের ছেলে মো. জাহেদ (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

র‌্যাব সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে চট্টগ্রামে মাদক পাচারের সংবাদ পেয়ে সীতাকুণ্ডের (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) বাড়বকুণ্ড বাজার এলাকার একটি চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসা দুটি প্রাইভেটকারে (চট্ট-মেট্রো-গ-১৩-৭৩২০ ও চট্ট-মেট্রো-গ-১৩-৩৭৮৭) তল্লাশি করে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!