লবণ মাঠে মিললো ৫০ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফের একটি লবণের মাঠ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে উপজেলার লেদা এলাকা এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান।

তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদে বিজিবি জওয়ানরা হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা লবণ মাঠ এলাকায় উৎপেতে থাকে। এক পর্যায়ে বিজিবি জওয়ানরা নাইট ভিশন ডিভাইসে এক ব্যক্তিকে লবণ মাঠ অতিক্রম করে গ্রামের দিকে যেতে দেখে ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী ইয়াবার চালানটি ফেলে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার এসব ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ফয়সল হাসান খান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!