১৬ লাখ টাকার নকল বিমানে হবে আগুনের মহড়া

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল। ১৬ লাখ টাকা ব্যয়ে অনুষ্ঠিতব্য ওই মহড়ায় অংশ নেবে বাংলাদেশ বিমান ও নৌবাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন, কাস্টমস ও শাহীন স্কুলের শিক্ষার্থীরা। ওই মহড়ায় উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী।

অগ্নিনির্বাপণ মহড়ার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে শাহ আমানত বিমানবন্দরে। তৈরি করা হচ্ছে একটি ডেমো (নকল) বিমান। সরেজমিন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দেখা যায় রানওয়ের পাশে খালি জায়গায় তৈরি করা হচ্ছে ডেমো বিমানটি।

বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার ই জামান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, প্রতি দুই বছর পর পর এই মহড়া অনুষ্ঠিত হয়। এবার মহড়ার জন্য বাজেট নির্ধারিত হয়েছে ১৬ লাখ টাকা। ৩০ এপ্রিল সকাল ১১টায় অনুষ্ঠিত হবে এই মহড়া।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!