ছুরি মেরে যুবক হত্যা, খুনি ছেলেকে ধরিয়ে দিলেন মা নিজেই

চট্টগ্রামের হিলভিউ আবাসিক এলাকায় প্রতিবেশী বখাটে যুবকের ছুরিকাঘাতে শাহাদাত হোসেন মৃধা (২২) নামের এক যুবক খুন হয়েছে। এ ঘটনার ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্ত খুনির মা নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন ছেলে ফরহাদুর রহমান আগুনকে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকার এক নম্বর গলিতে খুনের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহাদাতের প্রতিবেশী ফরহাদ তাকে ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন।’

hillview-murder
ছুরিকাঘাতে নিহত শাহাদাত হোসেন মৃধা, খুনের দায়ে অভিযুক্ত ফরহাদুর রহমান আগুন (ডানে)
নিহত শাহাদাতের বড় বোন হাফিজা আক্তার শিমু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমার ভাই বাসা থেকে তিন নম্বর গলিতে যাচ্ছিল তার কর্মস্থলে। যাওয়ার পথে আমাদের গলির এক দোকানির সঙ্গে দুই নম্বর গলির বখাটে ফরহাদের ঝগড়া হচ্ছিল। শাহাদাত গিয়ে ফরহাদকে বাধা দেয়। সে আমার ভাইয়ের ঘাড়, পেট ও কোমরে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহত শাহাদাতের বাড়ি ঢাকায়। তারা হামজারবাগ ব্যাংক কলোনি এলাকা এক নম্বর গলিতে ভাড়া বাসায় থাকে। তিনি হিলভিউ আবাসিক এলাকার তিন নম্বর সড়কের বাসিন্দা একজন বন কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি চালাতেন।

খুনের অভিযোগে অভিযুক্ত ফরহাদের মা ফাতেমা রহমান ময়না চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি একজন দায়িত্ববান নাগরিক। আমার ছেলে খুন করেছে জেনেই আমি তাকে আইনের হাতে তুলে দিলাম। বাকিটা আইন দেখবে।’

তিনি আরো বলেন, ‘আমার ছেলে কর্ণফুলী থানার চরপাথরঘাটায় তার ফুফুর বাসায় আশ্রয় নিয়ে আমাকে ফোন করেছিল। তখন বিবেকের তাড়নায় আমি তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। স্থানীয় কাউন্সিলর মোবারক আলীসহ আমরা এলাকায় একটা সুন্দর পরিবেশ নিশ্চিতে কাজ করছি। এই সুন্দরের পথে যদি আমার রক্তও বাধা হয় তার বিরুদ্ধে আমার অবস্থান থাকবে।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী বলেন, ‘ফরহাদের মা ফাতেমা রহমান ময়না পশ্চিম ষোলশহর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা। তিনি তার ছেলের হাতে এক যুবক খুন হওয়ার পর ছেলেকে নিজ থেকে পুলিশে ধরিয়ে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!