হালদা থেকে ৪ হাজার মিটার জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে ঘেরা জাল দিয়ে মাছ ধরার সময় ৪ হাজার মিটার জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনে উপজেলার উত্তর মার্দাশার হালদার তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

ইউএনও রুহুল আমিন বলেন, ‘সরকার হালদা নদীকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার পর থেকে সারাবছর নদীতে মাছ ধরা নিষেধ। এরপরও এক শ্রেণির কিছু লোক নিষেধাজ্ঞা অমান্য করে রাতদিন জাল দিয়ে মাছ শিকার করে আসছে। গত তিন দিন ধরে অভিযান পরিচালনা করে ৪ হাজার মিটার জাল জব্দ করেছি।’

তিনি আরও বলেন,‘মাছ শিকার বন্ধে হালদা নদীর তীরবর্তী সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয়দের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!