২১ থেকে ৩০ লাখে ফ্ল্যাট মিলছে চট্টগ্রামের রিহ্যাব মেলায়

চট্টগ্রামে হোটেল র‌্যাডিসন ব্লুতে আয়োজিত চার দিনব্যাপী চট্টগ্রাম রিহ্যাব ফেয়ারের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। তবে ফ্ল্যাট বুকিং দেওয়ার চেয়ে দেখে শোনায় আগ্রহী বেশি দর্শনার্থীরা। মেলায় একসঙ্গে অনেকগুলো আবাসন কোম্পানির ফ্ল্যাট এবং সুযোগ সুবিধা সম্পর্কে সহজে জানতে পারছেন তারা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ছুটির দিন হওয়ায় বিকেলে বেড়েছে ফ্ল্যাট প্রত্যাশীদের ভিড়। সকলের চাওয়া পাওয়া কম দামে পছন্দের আবাসন।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) প্রেসিডেন্ট মো. আলমগীর শামসুল আল আমিন কাজল স্বল্প আয়ের মানুষের জন্য দেশের বিভিন্ন স্থানে আবাসন গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার কথা জানান।

২১ থেকে ৩০ লাখে ফ্ল্যাট মিলছে চট্টগ্রামের রিহ্যাব মেলায় 1

মেলায় সানমার দিচ্ছে ২১ থেকে ৩০ লাখের মধ্যে ফ্ল্যাট। সানমারের জিএম এন্ড হেড অব রিভিনিউ মোহাম্মদ মাহফুজ বলেন, মধ্য আয়ের মানুষের কথা বিবেচনা করেই ছয়শ’ থেকে সাতশ’ স্কয়ার ফিটের ফ্ল্যাট দিচ্ছে ২১ থেকে ৩০ লাখ টাকায়। এটি মধ্য আয়ের মানুষের জন্য বড় সুযোগ।

প্রাইম এসেট লি. বিশেষ মূল্য ছাড়ে ফ্ল্যাট দিচ্ছেন বলে জানিয়ে কোম্পানির জিএম মো. শহিদুল মাওলা শামীম বলেন, বিশেষ করে মধ্য আয়ের মানুষের কথা বিবেচনা করে ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে।

কনকর্ড রিয়েল এস্টেট এন্ড বিল্ডিং প্রোডাকস লি. এসআর এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর কোনাল চৌধুরী বলেন, শহরের প্রাণ কেন্দ্র নাসিরাবাদে আমাদের তিনটি প্রজেক্ট চালু রয়েছে। যেখানে লাক্সারি ফ্ল্যাট পাওয়া যাচ্ছে।

এপিক প্রপার্টিজের পরিচালক ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন বলেন, মেলায় দুই দিনে আমাদের তিনটি ফ্ল্যাট বুকিং হয়েছে। যা আশানুরুপ। তবে আমাদের মূল লক্ষ্য মেলা দর্শনার্থীরা দেখে শুনে যাবে। পরে সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে। কারণ মেলায় ক্রেতারা হঠাৎ করে সিদ্ধান্ত নিতে পারে না।

২১ থেকে ৩০ লাখে ফ্ল্যাট মিলছে চট্টগ্রামের রিহ্যাব মেলায় 2

রূপায়ণ হাউজিং এস্টেটের এজিএম ওমর ফারুক আলম বলেন, অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্র হালিশহর ও চট্টেশরী মোড় এলাকায় অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। বুকিংয়ের পাশাপাশি মেলায় এককালীন পেমেন্টে অ্যাপার্টমেন্ট কিনলেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দর্শানার্থীরা মেলায় বুকিংয়ে চেয়ে দেখেশুনে যাচ্ছেন আগ্রহী বেশি। কারণ এখানে বিভিন্ন কোম্পানির স্টল ঘুরে পছন্দের ফ্ল্যাটটি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় ৫৫ প্রতিষ্ঠানের ৭৩ স্টল অংশ নিয়েছে।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!