হালদায় ৮ হাজার মিটার অবৈধ জাল ধরা পড়লো নৌ পুলিশের হাতে

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদীতে অবৈধভাবে মাছ শিকারের জন্য পাতানো ৮ হাজার মিটারের চারটি জাল উদ্ধার করেছে চট্টগ্রাম অঞ্চলের নৌ-পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়।

জেলেরা অবৈধ জাল ব্যবহার করে হালদা নদীতে মাছ শিকার করছে- এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক নদীতে অভিযান পরিচালনা করে নৌ-পুলিশের একটি দল। আর এই অভিযানে জব্দ হয় বিশাল পরিমানের এই জাল। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো চারটি ভাসান জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জালের দৈর্ঘ্য আনুমানিক ৮ হাজার মিটার। হালদা নদীর মা মাছ রক্ষায ও প্রজননের সুরক্ষায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!