হাটহাজারীতে পাহাড় ধস

হাটহাজারীতে পাহাড় ধস 1হাটহাজারী প্রতিনিধি : উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ত্রিপুরাপাড়ায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ জুলাই) সকালের দিকে পাহাড়ের মাটি ধসে বসত ঘরের উপর পড়ে। ৫টি বসতঘর মাটি চাপায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হতাহতের ঘটনা ঘটেনি। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া তালুকদার নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে ঘুরে দেখেন। জরুরী ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে কিছু ত্রাণ সামগ্রী বিতারণ করেন।

স্থানীয় ও বিভিন্ন সুত্রে জানা যায়, উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েক দিন আগে হাটহাজারীর পাহাড় এলাকা থেকে বসবাসকারীরা সরে গিয়ে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার যে প্রচার প্রচারণা ছিল তারই দৃষ্টিতে অনেকেই সচেতন হয়ে বসতঘর গুলো থেকে অন্যত্র আশ্রয় নেওয়ায় কারনে আজকে পাহাড়ধস থেকে প্রাণে রক্ষা পেয়েছে বলে এখানকার অনেকেই মনে করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!