হাটহাজারীতে নেতাকর্মীদের সঙ্গে মীর হেলালের ঈদ শুভেচ্ছা বিনিময়

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, ‘বিএনপি জনগণের দল। দেশে যতবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে ততবারই জিয়া পরিবারের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। একাত্তরে বাংলাদেশের পক্ষে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পঁচাত্তর পরবর্তী শহীদ জিয়া গণতন্ত্রের জন্য বিএনপি সৃষ্টি করেছিলেন । সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলনের মাধ্যমে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দেশের মানুষ আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।’

শুক্রবার (১২ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘গত ডামি নির্বাচনে ভোট না দিয়ে জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে ক্ষমতায় টিকে আছে সরকার। শীঘ্রই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে এই ডামি সরকারের পতন ঘটানো হবে।’

এদিকে হাটহাজারী উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও হাটহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কারাবন্দী নেতাকর্মীর পরিবার, অসুস্থ নেতৃবৃন্দের খোঁজ নেন ব্যারিস্টার মীর হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপি আহ্বায়ক জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সোলায়মান মঞ্জু, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দীন।

এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস’র সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মো. ইসমাইল, মো. আবুল হাশেম চৌধুরী, হাজী মুহাম্মদ ইলিয়াস চৌধুরী, মো. ওসমান গনি, হাটহাজারী পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মন্নান দৌলত, অ্যাডভোকেট রিয়াদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সারোয়ার জাহান পুতুল, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. এরশাদ মির্জা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তকিবুল হাসান চৌধুরী তকি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আজিমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!