চট্টগ্রামে আগুনে পুড়লো ৭০ বসতঘর

চট্টগ্রামের এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৭০টি বসতঘর পুড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে কোতোয়ালীর ফিরিঙ্গিবাজারের টেকপাড়ায় এ ঘটনা ঘটে। এই এলাকায় জেলে পরিবারসহ প্রায় ২০০ পরিবারের বসবাস বলে জানা গেছে।

তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির হিসাবও তাৎক্ষণিক পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারিকেল গাছের সঙ্গে বৈদ্যুতিক খুঁটির তার লাগানো ছিল। সেখানে বৈদ্যুতিক তারের সংস্পর্শে নারিকেল গাছে আগুন লাগলে সেখান থেকে আগুনের ফুলকি এসে বস্তিতে পড়ে। এখান থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে বস্তির বসতঘর পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা মোত্তালেব হোসেন জানান, সোমবার দুপুর ১টার পর ফিরিঙ্গি বাজারের মেরিনার্স রোড সংলগ্ন একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রায় ৭০টি বসতঘর পুড়ে গেছে।

আইএমই/এমএফও/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!