হজে আল্লাহ হাজিদের ধৈর্যের পরীক্ষা নেন- আ জ ম নাছির উদ্দীন

হজে আল্লাহ হাজিদের ধৈর্যের পরীক্ষা নেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (১৮ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে হাসনাইন হজ কাফেলার উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইসলামের পাঁচটি মূলনীতির মধ্যে হজ্ব অন্যতম। প্রত্যেক মুসলমানের কাছে পবিত্র হজ্ব পরম আরাধ্য। অনেকেই হজ্ব করার নিয়ত করেন। দেখা যায় হজ্বের জন্য অনেক মুসলমান সকল আয়োজনও সম্পন্ন করেন। কিন্তু আল্লাহর লীলা, হজ্বে যাওয়ার আগে হয়ত অনাকাঙ্ক্ষিত কারণে তারা হজ্বে যেতে পারছেন না। তাই হাজিদেরকে এ সময় পরম ধৈর্য ধারণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘একেবারে পাসপোর্ট গ্রহণ থেকে শুরু করে পবিত্র হজ আদায় পর্যন্ত সকল পদক্ষেপে হাজিদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে।’

আ জ ম নাছির বলেন, ‘সৌদি আরবে পৌঁছেও অনেক হাজিকে দেখা যায়, সামান্য কারণে কাফেলা কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতন্ডা বা অশোভনীয় আচরণে জড়িয়ে যান। কিন্তু মনে রাখতে হবে হজ আপনার। নেক আমলের সাথে হজ আদায় করাই আপনার লক্ষ্য।’

তিনি যোগ করেন, ‘আল্লাহতাআলার মেহমান হয়ে আপনি হজে এসেছেন। আর এ জন্যই পরম করুণাময় আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কোনো কাফেলা কর্তৃপক্ষ ইচ্ছে করে সমস্যা সৃষ্টি করে না।’

২০০০ সাল থেকে হাসনাইন হজ কাফেলা হাজিদেরকে প্রশংসনীয় সেবা দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন আজম নাছির।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও অধ্যাপক নঈম কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যক্ষ মৌলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ, ড. মোহাম্মদ সোলাইমান, ডা. শেখ মো. শফিউল আযম, হাসনাইন হজ্ব কাফেলার সিইও সৈয়দ মোস্তফা মনিরুদ্দিন, চেয়ারম্যান মো. হাসান নূর চৌধুরী, মৌলানা মো. শহীদুল আলম প্রমুখ।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!