স্বর্ণ চোরাচালান, আসামির ১৪ বছর কারাদণ্ড

স্বর্ণ চোরাচালানের দায়ে মো. শাহাদাত হোসেন (৩৩) নামে এক আসামিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করেছেন এবং তা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এ রায় ঘোষণা করেন।

জানা যায়,২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ পিস স্বর্ণের বারসহ গ্রেপ্তার হন মো. শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী নূরপাড়া এলাকার মো. আবদুস সবুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘স্বর্ণ চোরাচালানের দায়ে মো. শাহাদাত হোসেন নামে এক আসামিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান। একই সাথে আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করেছেন এবং তা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, স্বর্ণ চোরাচালানের ঘটনায় ২০১৭ সালের ২২শে ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একই বছরের ২৫ শে মার্চ আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ১১ জু্লাই আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। ৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এনজে/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!