মহেশখালীর সোনাদিয়া দ্বীপে সংঘর্ষে নারীসহ আহত ৩, আটক ২

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ৩ জন আহত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন চরপাড়া গ্রামের মো. রফিক, তার মা বুড়ি খাতুন ও ভাই শফিক। ঘটনার পর অস্ত্রসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা হল কুতুবজোমের চরপাড়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে গুরা মিয়া (৩০) ও সোনাদিয়া পশ্চিম পাড়ার মৃত আনোয়ার পাশার ছেলে আব্দুর শুক্কুর (৪০)। আটককৃতদের কাছ থেকে গুলি ও রাম দা উদ্ধার করা করা।

স্থানীয়রা জানায়, সোনাদিয়া পশ্চিম পাড়ার সিরাজ মিয়ার ছেলে রফিক এবং দক্ষিণ পাড়ার আলম গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রফিক গংয়ের উপর হামলা চালায় আলম গংয়ের লোকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর। তিনি বলেন, ‘ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!