সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি

সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি 1
hand drowning

প্রতিদিন ডেস্ক : বন্ধু-বান্ধব মিলে ভারতের নাগপুরে বেড়াতে গিয়েছিলেন। বেড়াতে যাবেন অথচ সেলফি তুলবেন না; তা কী করে হয়! তারাও তুলতে লাগলেন সেলফি; আর তাতেই ঘটে গেল বিপত্তি।

নাগপুরের অমরাবতী রোডের ভেনা বাঁধ দেখতে গিয়েছিলেন তারা। বাঁধ পর্যন্ত যাওয়ার আগেই নৌকাডুবি ঘটে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও সাতজন। তাদের উদ্ধারের জন্য তল্লাশি চলছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকা ছাড়া বাঁধ পর্যন্ত যাওয়া যায় না। সেজন্য ১১ জনের ওই দলটি নৌকা ভাড়া করে সেখানে যাওয়ার চেষ্টা করছিল। বাঁধে যাওয়ার আগে নৌকাতেই তাদের একজনের জন্মদিনের কেক কাটছিলেন তারা।

এসময় সেলফি তুলতে গিয়ে নৌকা ডুবে যায়। ওই ১১ জনের বেশিরভাগের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

ঘটনার পরপরই একজনের মরদেহ ভেসে ওঠে। উদ্ধার করা বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!