সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র দিয়ে ইয়াবা পাচারকারী লোহাগাড়া পুলিশের কব্জায়

সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিয়ে ইয়াবা পাচারকালে জসিম আহমদ চৌধুরী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ। তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সে চট্টগ্রাম শহরে যাচ্ছিলো।’

লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তি একসময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদে চাকরি করতেন। অপরাধে জড়ানোয় তিনি চাকরিচ্যুত হন। সোমবার রাতে চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বনকর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় তিনি নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দেন। একটি ভুয়া পরিচয়পত্র ও ছুটির কাগজপত্র প্রদর্শন করেন।’

ওসি আরও বলেন, ‘সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়৷ এ সময় তার শরীরে বাঁধা অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া গাড়ির ভেতর লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ করা হয়েছে গাড়িটিও।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!