হাতি মেরে এই প্রথম জেলে গেলো বাবা-ছেলে

চট্টগ্রামের বাঁশখালী

চট্টগ্রামের বাঁশখালীর লটমনি এলাকায় হাতি হত্যা মামলায় দুই জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বাঁশখালী আমলি আদালতের বিচারক মো. মাইদনুল ইসলাম এ নির্দেশ দেন। দেশে হাতি হত্যার অভিযোগে কাউকে কারাগারে পাঠানোর আদেশ সাম্প্রতিক সময়ে এটিই প্রথম।

কারাগারে যাওয়া দুই জন হলেন, মো. কামাল ও নেজাম। তারা সম্পর্কে পিতা-পুত্র বলে জানা গেছে।

মামলার বিবরণীতে সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর বাশঁখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনিতে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে হাতিটিকে হত্যা করে বাবা কামাল ও ছেলে নেজাম ছেলে। পরে তারা এটিকে মাটিচাপা দেন। বন বিভাগ এ ঘটনায় বাদী হয়ে মামলা করে। তাদের গ্রেপ্তার করে বাঁশখালী আমলী আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত এক মাসে সাতকানিয়া, চকরিয়া, ঈদগাহ ও বাঁশখালীতে বিভিন্ন কারণে ৫টি হাতির মৃত্যু হয়। শুধু বাঁশখালীতেই ১৯ দিনের ব্যবধানে ২টি হাতির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও দক্ষিন) সফিকুল ইসলাম মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বাবা-ছেলে মিলে হাতিটিকে হত্যা করে মাটিচাপা দেয়। পরে বিষয়টি আমরা অবগত হলে মামলা করেছিলাম। হাতি লোকালয়ে এলে তাকে মেরে ফেলা আইনসিদ্ধ নয়। প্রয়োজনে তারা বনবিভাগের সাহায্য নিতে পারতো। কিন্তু বৈদ্যুতিক শটসার্কিট দিয়ে মেরে ফেলা আইনত দণ্ডনীয়। আদালত এ মামলায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!