সীতাকুন্ডে রক্ত নির্নয় কর্মসূচীতে ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহন

সীতাকুন্ড প্রতিনিধি :
সীতাকুন্ডে অনলাইনভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ঠিকানা ব্লাড ডোনেট গ্রুপের আয়োজনে রক্ত নির্নয় কর্মসূচী সীতাকুন্ড মহিলা কলেজ ও সীতাকুন্ড বিশ্ব বিদ্যালয় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

bllad-test-news-05-10-2016-ss

 

আজ বুধবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া রক্ত নির্নয় কর্মসূচী চলে বিকেল ৪টা পর্যন্ত। সীতাকুন্ড মহিলা কলেজ, সীতাকুন্ড বিশ্ব বিদ্যালয় কলেজ ও সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের কমপক্ষে ২হাজার শিক্ষার্থী এ রক্ত নির্নয় কর্মর্সচীতে অংশ গ্রহন করে।

 

 

কর্মসূচীতে উপস্থিত ছিলেন,পৌরসভা ছাত্রলীগ এর সভাপতি ইব্রাহীম বাবুল, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন,ছাত্রলীগ নেতা জামশেদ খান,জাবের আল মাহমুদ ও স্বপ্নের ঠিকানা ব্লাড ডোনেট গ্রুপের প্রতিষ্ঠানের গ্রুপ প্রতিষ্ঠাতা ফজলে করিম,এডমিন জাহেদুল ইসলাম রুমন, আদর, নীহরিকা,রনি,নুরখান ও কার্যকরী কমিটির টুটুল চৌধুরী,নাজমুল সোহেল,নাজমা হোসেন ও এডভোকেট নবীসহ অনেকে।

 

রিপোর্ট : শেখ সালাউদ্দীন,সীতাকুন্ড প্রতিনিধি

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!