সামাজিক দূরত্ব বজায় রাখতে কর্ণফুলীতে পুলিশের গোলবৃত্ত

করোনাভাইরাস বিস্তারে কাঁচাবাজার একটি ঝুঁকিপূর্ণ স্থান। তাই ক্রেতা-বিক্রেতার সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ। বিতরণ করা হচ্ছে সুরক্ষা সামগ্রী। করোনা সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় চট্টগ্রামের কর্ণফুলীর গুরুত্বপূর্ণ বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ‘গোলবৃত্ত’ অঙ্কন করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার বেশকিছু ফার্মেসি এবং নিত্য প্রয়োজনীয় দোকানে বৃত্ত অঙ্কন করা হয়।

এ সময় লোকজনকে ন্যূনতম দূরত্ব বজায় রাখতে মাইকে প্রচারণা চালানো হয় এবং জরুরি কাজ ছাড়া বাইরে বের হওয়া নিরূৎসাহিত করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, করোনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাঁচাবাজারকে সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভাইরাসটি প্রতিরোধের সম্ভাব্য সবগুলো সতর্কতামূলক ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিতে পুরো বাজারে বৃত্ত অঙ্কন, ক্রেতা-বিক্রেতা উভয়েরই মাস্ক পরিধান বাধ্যতামূলক, ন্যূনতম দূরত্ব বজায় রাখতে মাইকে প্রচারণা চালানো হয় এবং জরুরি কাজ ছাড়া বাইরে বের হওয়া নিরূৎসাহিত করা হচ্ছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!