শ্রীলঙ্কা ২২২রানে অল আউট, বাংলাদেশ ৪/২

শ্রীলঙ্কা ২২২রানে অল আউট, বাংলাদেশ ৪/২ 1ক্রীড়া প্রতিদিন ঃ বাংলাদেশের সকালের হাসি বিকেলে এসে ম্লান হয়ে গেল। শ্রীলংকাকে ২২২ রানে অল আউট করে ব্যাট করতে নেমে দুই নির্ভরযোগ্য খেলোয়াড় তমিম ও মুমিনুলকে হারিয়েছে।

 

তার আগে রাজ্জাক-তাইজুলের স্পিন তোপে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২২২ রানেই থেমে গেলো শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দিনের ৬৬তম ওভার পর্যন্ত খেলতে পেরেছে কেবল দিনেশ চান্ডিমালের দল।

 

রাজ্জাক এবং তাইজুল- দু’জনই নিয়েছেন ৪টি করে ৮টি উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজ থাকলেন পুরোপুরি উইকেটশূন্য।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার কুশল মেন্ডিস। এছাড়া রোশেন সিলভা ৫৬ রান করে লঙ্কানদের স্কোর ২০০ পার করে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দল ৪ রানের মাথায় দুই নির্ভরযোগ্য খেলোয়াড় তমিম ও মুমিনুলকে হারিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!