শিমুল হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

শিমুল হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন 1রাঙ্গামাটি প্রতিনিধি : দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল শনিবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সমকালের পাঠক ফোরম সুহৃদ সমাবেশ ও রাঙামাটিতে কর্মরত সাংবাদকর্মীদের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সত্রং চাকমার সভাপতিত্বে বক্তব্যে রাখেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ,প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি শান্তি ময় চাকমা,রাঙামাটি সাংবাদিক এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফাতেমা জান্নাত মুমু,রাঙামাটি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ হান্নান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের পাঠক ফোারম সুহৃদ সমাবেশ রাঙামাটির সভাপতি মোহাম্মদ আলী। মানববন্ধন কর্মসূচিতে রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন।
বক্তারা সাংবাদিক আবদুল হাকিম শিমুলের হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবী জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপরে শাহজাদপুরের আওয়ামীলীগ সমর্থিত মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক পৌর শহরের কালীবাড়ি মোড়ে শাহজাদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে বিজয়ের সমর্থক,কলেজ ছাত্ররা ও মহল্লার লোকজন একযোগে বেলা তিনটার দিকে মেয়রের বাসায় হামলা চালায়। হামলাকারীদের লক্ষ্য করে মেয়র হালিমুল হক মিরু তার শর্টগান থেকে গুলি ছোড়েন। এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন আবদুল হাকিম শিমুল। সংঘর্ষের সময় তার মাথা ও মুখে গুলি লাগে। তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার দুপুর ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া পথে তিনি মারা যান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!