শিপ ইয়ার্ডে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় কাজ করার সময় গ্যাস বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় যমুনা শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- সীতাকুণ্ডের শীতলপুর তেতুলতলা এলাকার দুদু মিয়ার পুত্র মো. জিহাদ (১৯), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার দক্ষিণ গ্রামের আবুল হোসেনের পুত্র আব্দুস সামাদ (৪০) ও নওগাঁ জেলার নওগাঁ সদর থানার হাসাইগাড়ি গ্রামের জয়দুল হোসেনের পুত্র মো. পাইলট (২২)। তাদের মধ্যে জিহাদ ও আবদুস সামাদকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও মো. পাইলটকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানা সূত্র জানায়, যমুনা শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন একটি জাহাজ কাটার সময় গ্যাস লাইনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিন শ্রমিক দগ্ধ হয়। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহতদের মধ্যে জিহাদ ও আবদুস সামাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!