পুকুরে বিষ ঢেলে মাছ চুরি, ৩ চোর কারাগারে

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে বিষ দিয়ে মাছ চুরির সময় ৩ চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার (১০ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে সারোয়াতলী ইউনিয়নের ছনদন্ডী বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১১ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক ৩ জন হলো- পৌর এলাকার পূর্ব গোমদন্ডী দাশ পাড়ার দুলাল সর্দার ছেলে নুপুর সর্দার (৩৪), অনিল দাশের ছেলে সুমন দাশ (৩৮) ও মিন্টু দাশের ছেলে রুপন দাশ (২৮)।

পুকুরের ইজারাদার ওসমান সরোয়ার জানান, সারোয়াতলী ইউনিয়নের ছনদন্ডী বাদুরতলা এলাকায় ৩ বছরের জন্য এক লাখ ৫ হাজার টাকা দিয়ে ১টি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন তিনি। ওই পুকুরে শনিবার রাতে বিষ ঢেলে মাছ চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে এলাকাটি ঘেরাও করে রাখে স্থানীয়রা। পরে অভিযান চালিয়ে বিষের বোতলসহ ৩ চোরকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, পুকুরের মাছ চুরির ঘটনায় ইজারাদার ওসমান সরওয়ার বাদি হয়ে মামলা করেছে। ঘটনায় জড়িত ৩ জনকে আজ (রোববার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!