শতাধিক ভাড়াটিয়ার ভাড়া নেবেন না পতেঙ্গার সাজু

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে কার্যত লকডাউন চলছে। এতে স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। সংসার চালানোর চিন্তায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে নিম্ন আয়ের মানুষের।

এমন পরিস্থিতিতে সারা দেশে মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন বাড়িওয়ালা। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এই প্রথম শতাধিক ভাড়াটিয়াদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন সৈকত মহাজন সাজু। তিনি পতেঙ্গার মহাজনঘাটা এলাকার স্থায়ী বাসিন্দা এবং পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি।

তিনি বলেন, দেশে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। পাশাপাশি যোগ হচ্ছে মৃতের সংখ্যাও। আমার ভাড়াটিয়াদের মধ্যে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। বর্তমান পরিস্থিতি ও তাদের জীবন-জীবিকার কথা ভেবে আমি এমন উদ্যোগ গ্রহণ করেছি। সকল বাসাবাড়ির মালিক যদি এভাবে এগিয়ে আসে তাহলে এ মুহূর্তে শ্রমজীবী মানুষগুলো ঘরভাড়া জোগাড় করতে বের না হয়ে নিরাপদে ঘরেই থাকতেন।

এসকেএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!