বাগমনিরামে ১ হাজার অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী দিলেন নওফেল

জনগণের সহযোগিতা পেলেই করোনা ভাইরাস সম্পূর্ণ নির্মূল সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (৩১ মার্চ) নগরীর বাগমনিরাম ওয়ার্ডে যুবলীগের উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেল বলেন, সরকার সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে। গরীব, দুঃখী, মেহনতী মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণকালে এ নিয়ম মেনে চলতে হবে। বারবার হাত ধোয়া, মুখে স্পর্শ না করা, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা খাদ্যদ্রব্য বিতরণ করবেন।

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সরকার সারাদেশে করোনা মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনসাধারণের সহযোগিতায় পারে মরণঘাতী এ ভাইরাসকে বাংলাদেশ থেকে সম্পূর্ণ নির্মূল করতে।
বাগমনিরামে ১ হাজার অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী দিলেন নওফেল 1
বাগমনিরাম ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুল ইসলাম মাসুমের পক্ষ থেকে ১০০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সনত বড়ুয়া, খলিলুল্লাহ নাহিদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সিডিএ কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন জয়, অ্যাডভোকেট রবি সাইয়িদ, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য মো. মাসুদুল হাসান রানা প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!