রেল কুলিদের সুরক্ষায় প্রশিক্ষণ দিল জিআরপি পুলিশ

রেলওয়ের কুলিদের করোনা থেকে সুরক্ষিত রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা নির্দেশিত কৌশল প্রশিক্ষণ দিয়েছে জিআরপি পুলিশ। বুধবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ বিষয়ে জিআরপি থানার ওসি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রেলওয়ের অবিচ্ছেদ্য অংশ কুলিরা। তাদের স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা তাদেরকে সাবান দিয়ে হাত পরিস্কার করা, মাস্ক ব্যবহার করাসহ স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা নির্দেশিত নিয়ম নিয়ম কানুন হাতে কলমে শিখিয়েছি। যাতে তারা নিজেরাও সুরক্ষা পায়, পরিবারকেও সুরক্ষা দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘ট্রেন চলাচল বন্ধ হওয়ায় কর্মহীন কুলিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করে সামাজিক সংগঠন ইনার হুইল গ্রিন হিল। এই সংগঠনের সাথে আমার স্ত্রী জড়িত। তারা উদ্যোগ নিয়ে কুলিদের খাবারের ব্যবস্থা করেছে। আমরা তাদের খাদ্যসামগ্রী বিতরণেরও চেষ্টা করবো।’

এফএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!