কর্ণফুলীতে নারায়ণগঞ্জফেরত দুই লোক নিয়ে চাপা উদ্বেগ

করোনা আক্রান্ত নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় দুই ব্যক্তির ফেরা নিয়ে এলাকায় চাপা আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ২ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ড বড়উঠান ইউনিয়নের দুই ব্যক্তি কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের নিজ এলাকায় ফিরে এসেছেন। এ কথা জানাজানি হওয়ার পর এলাকাবাসী ও স্থানীয় মেম্বারের সহায়তায় তাদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নারায়ণগঞ্জ লকডাউন ঘোষণা দেওয়ার পর ওই দুই ব্যক্তি কর্ণফুলী এলাকায় আসে। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ ইতিমধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ আক্রান্ত হয়েছেন ৪৬ জন।

আরএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!