রিয়াজ হায়দার চৌধুরীর ওপর হামলাকারীদের রিমান্ড মঞ্জুর

রিয়াজ হায়দার চৌধুরীর ওপর হামলাকারীদের রিমান্ড মঞ্জুর 1নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীকে হত্যাচেষ্টার মামলার আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

রিয়াজ হায়দার চৌধুরীকে হাসপাতালে দেখতে যান মেয়র আ জ ম নাছির উদ্দিন।তিনি চিকিৎসার খোঁজখবর নেন।

খোঁজ নেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

সাবেক এমপি ও চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ, নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক আবু সাঈদ সরদার, নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের নেতৃত্বে বিএনপির একটি টিম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফফর আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাগণ, ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, মোরশেদুল আলম, জহরলাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব ও শৈবাল দাশ সুমন, নাট্যজন সায়ফুল আলম বাবু, গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরিফ চৌহান, আবৃত্তিকার রাশেদ হাসান, মুজাহিদুল ইসলাম, জুনিয়র চেম্বারের সাবেক সহসভাপতি রইসুল ইসলাম সৈকত, মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক আবুল বশর, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি মো. বেলায়েত হোসেন ও সম্পাদক আবুল মান্নান, সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন, চট্টগ্রাম হকার্স সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, মিথুন মল্লিক, ইয়াসির আরাফাত প্রমুখ নেতৃবৃন্দ রিয়াজ হায়দার চৌধুরীকে হাসপাতালে দেখতে যান।

নেতৃবৃন্দ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!